সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নস্য শেখ সম্প্রদায়কে ভূমিপুত্র স্বীকৃতি ও ওবিসি শংসাপত্র পুনর্বহাল রাখার দাবি তুলে সোমবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের খন্তা প্রাথমিক বিদ্যালয়ে ইমাম, মোয়াজ্জেম ও শিক্ষকদের নিয়ে ব্লক নস্য শেখ কমিটি গঠন করা হল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সাজ্জাদ হোসেন,সহ সভাপতি মহম্মদ নুর হোসেন, কার্যকারী সভাপতি শেখ বানিজুদ্দিন ও হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সম্পাদক জাহাঙ্গীর আলম। এদিন ৩৫ জনকে নিয়ে ব্লক নস্য শেখ কমিটি গঠন করা হয়। এই নতুন ব্লক কমিটির সভাপতি করা হল দৌলতপুর অঞ্চলের শিক্ষক মহম্মদ বুলবুল আলমকে ও সম্পাদক করা হল সুলতান নগর অঞ্চলের শিক্ষক নিহারুল ইসলামকে।