• শ্বেতপাথরের মতো দেখতে কাগজের তৈরি সরস্বতী, জমজমাট পাইকপাড়া
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সায়ন চক্রবর্তী, কলকাতা: সাড়ে ন’ফুটের মূর্তি। ওজন তিন কিলোগ্রাম। ধবধবে সাদা কাগজ দিয়ে তৈরি। দেখলে মনে হবে, শ্বেতপাথরে তৈরি। পাইকপাড়ার শ্রীনাথ মুখার্জি লেনের ইয়ং বয়েজ ক্লাব এবার বানিয়েছে কাগজের মণ্ডপ। সঙ্গে এই কাগজের প্রতিমা।


    এমনিতে দশ ফুটের একটি মাটির মূর্তির ওজন হয় প্রায় ৮০ কেজি। সেখানে এই প্রতিমাটি সাড়ে তিন কেজির। খুব জোরে হাওয়া দিলে উল্টে যাবে এতটাই হালকা। শিল্পীর নাম অর্কদীপ সাহা। উদ্যোক্তাদের ভাবনা, ফেলনা তবু ফেলনা নয়। বাড়িতে পড়ার পর সবাই খবরের কাগজ ফেলে দেন। সেই বাতিল কাগজকেই কাজে লাগিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। এই কাজের পিছনে কাজ করেছে পরিবেশ সচেতনতার ভাবনাও। ১৫০ কেজির মতো কাগজ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। মূর্তি তৈরি হয়েছে যে কাগজ দিয়ে সেটি ইতালি থেকে আনা। নাম ‘ফেব্রিয়ানো’। মূর্তিটি এক হাতে তুলে আসনে বসিয়েছেন একজন। 


    এখন গোটা বিশ্ব দূষণে জেরবার। ইয়ং বয়েজ দূষণমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার ও সচেতনতা সমাজে ছড়িয়ে দিতে এই ভাবনা ভেবেছে। এই ক্লাবের সরস্বতী পুজো এবার ১৬ বছরে পা দিয়েছে। মণ্ডপ ও মূর্তি দর্শনার্থীদের চোখ টানছে। বাচ্চারা প্রথমে ভাবছে পাথরের মূর্তি। তারপর কাগজের তৈরি শুনে হাঁ হয়ে যাচ্ছে। ফেব্রিয়ানো কাগজে তৈরি সরস্বতীটি সংরক্ষণ করা হবে বলে জানালেন শিল্পী অর্কদীপ।
  • Link to this news (বর্তমান)