• ৪ লক্ষ টাকার   জাল নোট সহ  যুবক গ্রেপ্তার
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতক হয়েও কাজ জোটাতে পারেনি। তাই শুরু করেছিল জাল নোটের কারবার। মালদহ থেকে নকল নোট নিয়ে এসে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ছড়ানোই ছিল তার কাজ। মধ্যমগ্রামে বাড়ি ভাড়া নিয়েও থাকতে শুরু করেছিল অভিযুক্ত। যোগাযোগ তৈরি হয়েছিল মালদহের একাধিক জাল নোট কারবারির সঙ্গে। শেষ পর্যন্ত সিআইডির অভিযানে ধরা পড়ে গেল জাল নোটের কারবারি রতন সরকার। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চার লক্ষ টাকার জাল নোট। সবক’টি নোটই পাঁচশো টাকার বলে জানা গিয়েছে।


    সিআইডি’র কাছে খবর আসছিল, মালদহ থেকে এক ব্যক্তি জাল নোট নিয়ে এসে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। এমনকী ভিন রাজ্যে যাচ্ছে। খোঁজ করতে গিয়ে অফিসাররা জানতে পারেন, মালদহের কালিয়াচকের বাসিন্দা ওই যুবক সেখানে থাকার সময় জাল নোটের কারবারে নেমেছিল। পরে ডেরা বেঁধেছে মধ্যমগ্রামে। অফিসারদের কাছে খবর আসে, ওই ব্যক্তি মালদহ থেকে মধ্যমগ্রামে আসবে রবিবার। সেইমতো সেখানে পৌঁছে যান তাঁরা। অভিযুক্ত রতন সেখানে আসা মাত্র  আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করতেই মেলে প্রায় চার লক্ষ টাকার জাল নোট। ধৃত জেরায় জানায়, মালদহ কলেজ থেকে স্নাতক হয়েও চাকরি না জোটায় সে এই কারবারে নামে। তার মাথায় রয়েছে জাল নোট কারবারির পান্ডা। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বনগাঁ. বসিরহাট সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় জাল নোট ছড়ানোর। সেই কারণে সে এই নোট নিয়ে আসত। মালদহের ওই জাল নোট কারবারির পান্ডার খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)