• ভাবাদিঘিতে জমিজট কাটাতে নবান্নে বৈঠক
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তারকেশ্বর-বিষ্ণুপুর প্রস্তাবিত রেল প্রকল্পের জন্য ভাবাদিঘিতে জমিজট কাটাতে এবার তৎপর হয়েছে নবান্ন। গত শুক্রবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে দ্রুত জমিজট কাটাতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আশার আলো দেখছেন বাসিন্দারা। ভাবাদিঘির আন্দোলনকারীরাও চান দ্রুত সমস্যা মিটুক। তাঁদের দাবি মতো দিঘি রক্ষা করে রেললাইন পাতা হোক। 


    ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন, সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি ভাবাদিঘির জমিজট কাটাতে রাজ্য বৈঠক করেছে। দ্রুত জট কাটাতে আলোচনা হয়েছে ওই বৈঠকে। এতে আমরাও আশার আলো দেখছি। আমরা ইতিমধ্যে নবান্ন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছি, যাতে দ্রুত বিষয়টির সমাধান হয়। এরজন্য পরিবেশ দপ্তর, মানবাধিকার কমিশন সহ সব দপ্তরকে নিয়ে প্রয়োজনে আমাদের সঙ্গে আলোচনার রাস্তাও খোলা রয়েছে। 


    সুকুমারবাবু আরও বলেন, কেন্দ্র ও রাজ্য কোনও সরকারেরই এই রেল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সদিচ্ছা নেই। তাই দেরি হচ্ছে। আমরা চাই প্রস্তাবিত রেললাইন হোক। কিন্তু আমাদের দিঘি বাঁচিয়ে তা করা হোক। উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপর পর্যায়ক্রমে তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত রেললাইন পাতা হয়। পরে তা গোঘাট পর্যন্তও হয়। বর্তমানে এই শাখায় তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলাচল করছে। কিন্তু গোঘাটের পর ভাবাদিঘি এলাকায় আপাতত জমিজটে থমকে কাজ।
  • Link to this news (বর্তমান)