• উলুবেড়িয়ার মাধবপুরে  আগুনে পুড়ল ৫ ঝুপড়ি
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আগুনে পুড়ে গেল পাঁচটি ঝুপড়ি দোকান। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে উলুবেড়িয়া থানা এলাকার মাধবপুরে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধবপুরে জাতীয় সড়কের কলকাতামুখী লেনের পাশে একটি বড় কারখানা আছে। উল্টোদিকে কোলাঘাটমুখী লেনের পাশে রয়েছে খাবারের বেশ কয়েকটি অস্থায়ী দোকান। কারখানার শ্রমিকরা সাধারণত সেখানেই খাওয়াদাওয়া করেন। এদিন দুপুরে তারমধ্যে একটি দোকানে আগুন লাগে। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের চারটি দোকানে। সেই সময় দোকানগুলি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। 


    অন্যদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিস। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অন্যদিকে, আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (বর্তমান)