• দেগঙ্গায় ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে গয়না ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের দুঃসাহসিক ডাকাতি দেগঙ্গার সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের নুনেরআটি গ্রামে। সোমবার রাত ৮টা নাগাদ বাড়িতে ছিলেন দুই মহিলা। সেই সুযোগে দুই দুষ্কৃতী বাইকে করে এসে ঢুকে পড়ে ইব্রাহিম দফাদারের বাড়িতে। মহিলাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চলে অপারেশন। সোনার গয়না ও নগদ প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এলাকায় পৌঁছয় দেগঙ্গা থানার বিশাল পুলিস। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা। স্থানীয় বাসিন্দা মকলেচুর রহমান বলেন, ঘটনার সময় ইব্রাহিম বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী ও বউমা ছিলেন। দুষ্কৃতীদের মুখে ছিল কালো মাস্ক।


    অন্যদিকে, দেগঙ্গার পূর্ব চ্যাংদনায় রবিবার রাতে দু’টি বাড়িতে চুরি হয়। আজিজুল হকের বাড়ির দরজা ভেঙে ২০ হাজার টাকা গায়েব। আমিনুল ইসলামের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মোবাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা।
  • Link to this news (বর্তমান)