• জাতীয় জিমন্যাস্টিক্সে দ্বিতীয় শিমুরালির দিয়া
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: স্কুলস্তরের জাতীয় জিমন্যাস্টিক্সে অনূর্ধ্ব ১৪ বিভাগে দ্বিতীয় হল শিমুরালির দিয়া হালদার। ২৮ জানুয়ারি বিহারের সাউথ ইস্টার্ন রেলওয়ের মাঠ ও সাই-এর মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। সেখানে বিভিন্ন রাজ্য থেকে আগত প্রায় ২০০ প্রতিযোগীর মধ্যে দিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার বাড়ি চাকদহ থানার চাঁদুরিয়া-১ পঞ্চায়েতের শিমুরালি মধ্য চাঁদুরিয়া এলাকায়। সে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বর্তমানে কলকাতায় থেকে সেখানেই প্র্যাকটিস ও পড়াশোনা করছে। বর্তমানে তার কোচ মৃদুল অধিকারী। জাতীয়স্তরের এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে একটা সোনা, তিনটে রুপো মিলিয়ে মোট চারটি পদক পেয়ে জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে।


    দিয়ার বাবা দিলিপ হালদার বলেন, আমার স্বপ্ন আমার বড় মেয়ে দিয়া পূরণ করে দিল। আমার মেজো মেয়ে দিশা হালদারও তৈরি হচ্ছে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য। আর কোচ মৃদুল অধিকারী বলেন, দিয়া দিনে আট ঘণ্টা করে নিয়মিত প্রাকটিস করে। আগামী দিনে কমনওয়েলথ গেমস বা চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে সে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)