• বচসার জের, স্ত্রীকে খুন করে ধৃত স্বামী
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে লিলুয়ার আনন্দনগরে। মৃতা পিঙ্কু মল্লিকের (৩৫) পরিবারের তরফে স্বামী বাবুন বিশ্বাসের বিরুদ্ধে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা বাবুন বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় পিঙ্কু মল্লিকের। প্রথম দিকে ঠিকা শ্রমিকের কাজ করলেও পরে তেমন কিছু করত না বাবুন। পাশাপাশি এই দম্পতি নিঃসন্তান ছিল। এ নিয়ে অভাবের সংসারে প্রায়দিনই ঝগড়া, অশান্তি লেগে থাকত। কয়েক মাস আগে অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছেড়ে হাওড়ার আনন্দনগরের ঝাউতলায় বাপের বাড়িতে ফিরে আসেন পিঙ্কু। কিছুদিন পর তাঁর স্বামী বাবুনও চলে আসে শ্বশুরবাড়িতে। তারপর থেকে এখানেই ছিল তারা। শ্বশুরবাড়িতে প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা হতো। রবিবার দু’জনে মিলে ব্যান্ডেল চার্চে বেড়াতে যায়। রাতে বাড়ি ফেরার পরে আরেকপ্রস্থ ঝগড়া শুরু হয়।


    জানা গিয়েছে, এদিন ভোরে ছাদে স্ত্রী পিঙ্কুর সঙ্গে তুমুল ঝামেলা হয় বাবুনের। তখন মেজাজ হারিয়ে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে সে। গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ছুটে আসেন। তাঁরাই লিলুয়া থানায় খবর দেন। পুলিস এসে গৃহবধূকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। তাকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)