সংবাদদাতা, বারুইপুর: মৈপীঠকে যেন নিজের বিচরণভূমি করে তুলেছে সুন্দরবনের রাজা। ফের ওই এলাকার উত্তর বৈকুণ্ঠপুর গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেল। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। সোমবার এলাকার শ্মশান সহ একাধিক জায়গায় বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মৈপীঠ উপকূল থানার পুলিস ও বনবিভাগের কর্মীরা। পায়ের ছাপ অনুসরণ করেই বাঘের পথ জানার চেষ্টা করেন তাঁরা। আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বাঘ মাকড়ি নদী সাঁতরে গ্রামে এসেছিল বলে অনুমান বনবিভাগের। তবে বনকর্মীরা জানিয়েছেন, রাতে এলেও সকালে জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণরায়। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যাতেই স্থানীয় হরিয়াখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে একেবারে বাঘের সামনে পড়েন অনুপম গিরি নামে স্থানীয় এক যুবক। সামনাসামনি বাঘ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।