• বেলেঘাটায় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, মা-ভাইকে ধারালো অস্ত্রের আঘাত
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বেলেঘাটায় তৃণমূল কর্মীর মা, ভাইয়ের উপর হামলার অভিযোগ। সোমবার বিকালে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, বাপি দাস নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে এই হামলা চলে। সে সময় বাপি বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়ে বৃদ্ধ মা এবং ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বাপির ভাই সুময় দাসের হাতে, কানের পিছনে এবং মায়ের আঙুলে আঘাত লেগেছে। এই ঘটনায় সৌরভ দাস নামে এক যুবকের নাম উঠে আসছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি ও সৌরভ সম্পর্কে কাকা-ভাইপো।

    বাপি দাসের মায়ের অভিযোগ, বাপিকে ভয় দেখাতে সৌরভকে কেউ কাজে লাগিয়েছে এবং তাঁদের উপর হামলা চালানো হয়েছে। বাপির ভাই সংবাদমাধ্যমে জানান, সোমবার বিকালে তিনি ঘরেই শুয়েছিলেন। তাঁর মা ঘরে কাজ করছিলেন। সেই সময় সৌরভ দাস বাপির খোঁজে বাড়িতে আসেন। দাদা বাড়িতে ছিল না। এ দিকে সুময়ও দাদাকে ফোন করতে রাজি হননি। এর পরই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।

    তাঁর মা বাঁচাতে এলে, মায়ের উপরও হামলা হয়। বৃদ্ধা জানান, ছেলেরা সব সময় বাইরে বেরোয়। সোমবার যে ঘটনা ঘটল, তাতে এ বার থেকে একটা নিরাপত্তাহীনতা কাজ করবে। স্থানীয় সূত্রে খবর, সৌরভ এলাকার এক প্রোমোটারের ঘনিষ্ঠ। আরেক সূত্র মারফত জানা গিয়েছে, বাপিদের জায়গায় ফ্ল্যাট বানানোর একটা পরিকল্পনা রয়েছে। ফলে এ নিয়ে কোনও ঝামেলা কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। অভিযুক্ত সৌরভ দাস পলাতক।

  • Link to this news (এই সময়)