তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ। বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকার বাসিন্দা ওই যুবকের নাম মহম্মদ শানিজ আখতার। তিনি জানান, অনেক সময় রাস্তায় গাড়ি চালাতে গেলে, ওভারটেক করতে হয়। সে রকম কিছু ঘটে থাকতে পারে। তবে কোথায় কবে মালদার মানিকচকের বিধায়কের গাড়ি ওভারটেক করেছেন, তা তিনি বুঝতে পারছেন না। পুলিশ তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। তিনিও সবরকম ভাবে সহযোগিতা করছেন বলেই জানিয়েছেন।
১ ফেব্রুয়ারি রাতের ঘটনা। রাত সাড়ে ১১টা নাগাদ মালদার মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। চালকের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান বিধায়ক। এর পরই ওই গাড়ির খোঁজ শুরু হয়।
শানিজ আখতার জানান, শনিবার তিনি মানিকচক বড়বাগানে তাঁর পিসির বাড়ি গিয়েছিলেন। গাড়ির ব্যবসা-সহ অন্যান্য ব্যবসার কারণে প্রায়ই জেলার এ দিক ও দিক যান তিনি। মানিকচকেও প্রায়ই যান। এ দিকে গত শনিবার রাতেই মানিকচক থানা থেকে তাঁর কাছে ফোন আসে। স্থানীয় থানায় দেখা করতে বলা হয়।
শানিজের কথায়, ‘দু’দিন ধরে আমি মানিকচকেই আছি। পুলিশ যা জিজ্ঞাসা করেছে, সবই বলেছি। সাবিত্রী মিত্রের সঙ্গে কথাও বলেছি আমি। রাস্তায় যখন গাড়ি চালাই, সামনে বা পিছনে কার গাড়ি তা তো আর বুঝতে পারি না। এ ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে থাকতে পারে। আমি তো বুঝতেই পারছি না কিছু।’
শানিজ জানান, সে দিন সকাল থেকে তিনি যে সব জায়গায় গিয়েছিলেন, পুলিশ ইতিমধ্যেই তাঁকে নিয়ে সেই সমস্ত জায়গায় গিয়েছে। পুলিশ অস্বাভাবিক কিছু পায়নি বলেও দাবি তাঁর। একই সঙ্গে তিনি জানান, অস্বাভাবিক কিছু পাওয়ার কথাও নয়। আপাতত তাঁর মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, পুলিশ খুব গুরুত্ব দিয়েই সবটা দেখছে।