ক্ষমতায় আসার আগে ২০১৪ সালে পেট্রল ও ডিজ়েলের দাম কম করার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু ক্ষমতায় আসার পর দাম তো কমেনি, উল্টে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রলের দাম। ডিজ়েলের মূল্য প্রায় ১০০ টাকার কাছাকাছি। তারমধ্যে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর উপর ১৮ শতাংশ জিএসটি। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। সোমবার সংসদে এই বিষয়ের উপর সওয়াল করেন দুর্গাপুর–বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
এর আগে দুর্গাপুরে বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানা চালু করা সমেত অন্ডাল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার দাবি জানিয়েছিলেন সাংসদ কীর্তি। আগামী দিনে দামোদর সংস্কার করে বন্যা প্রতিরোধ করার ব্যাপারে তিনি সংসদে সওয়াল করবেন বলে জানিয়েছেন।
এ দিন সংসদে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে কীর্তি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন পেট্রল ও ডিজ়েলের দাম কম করবেন। কিন্তু তিনি সেটা করেননি। উল্টে প্রচুর দাম বাড়িয়ে দিয়েছেন। তারসঙ্গে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর ১৮ শতাংশ জিএসটি লাগিয়ে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছেন। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর থেকে জিএসটি প্রত্যাহার কেন করা হবে না?’ সাংসদের এই সওয়ালের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, ‘জিএসটি কাউন্সিলের বৈঠকে বাংলার প্রতিনিধি থাকেন। সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়।’