• বাঙালি-মন জয়ে পদ্মের প্রচারে সুকান্ত, শুভেন্দুরা
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি ২০২৪–এর লোকসভা নির্বাচনে বাংলায় প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। বিজেপির আসন সংখ্যা একধাক্কায় ১৮ থেকে ১২ হয়েছে। লোকসভা নির্বাচনের পর বাংলায় একের পর এক উপনির্বাচনেও গেরুয়া শিবির পরাজিত হয়েছে।

    উত্তরবঙ্গের মাদারিহাটের মতো শক্ত ঘাঁটিও হাতছাড়া হয়েছে। যদিও দেশের রাজধানীর বাঙালি মন জয় করতে মুরলীধর সেন লেনের প্রথম সারির নেতাদের দিয়ে টানা প্রচার করালো বিজেপি। দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে।

    নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী, সোমবার দিল্লিতে প্রচার শেষ হয়েছে। গত কয়েক সপ্তাহের প্রচার–পর্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ শমীক ভট্টাচার্য, মনোজ টিগ্গা থেকে রাজ্য বিধানসভায় বিজেপির মহিলা মুখ অগ্নিমিত্রা পল, প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক–সহ গেরুয়া শিবিরের একদল বাঙালি নেতা দফায় দফায় দিল্লিতে প্রচার করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আম আদমি পার্টির হয়ে প্রচার করেছেন।

    রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী–সহ কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব দিল্লিতে টানা প্রচার করেছেন। কিন্তু বিজেপি একমাত্র দল, যারা সব থেকে বেশি বাঙালি নেতাকে দিল্লির নির্বাচনী প্রচারের মাঠে নামিয়েছে। বঙ্গ বিজেপির নেতাদের কর্মিসভা, জনসভা, মহল্লা বৈঠক, বাইক মিছিল, রোড–শো, বাড়ি বাড়ি প্রচারেও দেখা গিয়েছে। সুকান্ত নিজে কালকাজি বিধানসভার বিজেপি প্রার্থীকে নিয়ে সোমবার ডোর টু ডোর প্রচার করেছেন। দিল্লির শতাব্দী প্রাচীন একটি বাঙালি স্কুলে সরস্বতী পুজোয় সেই স্কুলের প্রচুর প্রাক্তনী এসেছি‍লেন। তাঁদের সঙ্গে জনসংযোগ করেছেন শমীক।

    দিল্লির বাঙালিদের মনজয় করতেই কি বঙ্গ ব্রিগেড মাঠে নেমেছে?

    শমীকের বক্তব্য, ‘পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গিয়ে চিরকাল আমরা প্রচার করি। এটা বিজেপির ট্রাডিশন। আমি নিজে গত তিন দশকের বেশি দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে যাচ্ছি। দিল্লির বাঙালিরা চিরকাল বিজেপিকে ভোট দেয়।’ যদিও বিজেপির অন্দরের খবর, নির্দিষ্ট অঙ্ক কষেই বাঙালি নেতাদের দিয়ে দিল্লিতে প্রচার করানো হচ্ছে। দিল্লির চিত্তরঞ্জন পার্ক, টেগোর পার্ক, মহাবীর এনক্লেভ, করোলবাগ, জগজিৎ নগর প্রভৃতি এলাকায় বড় সংখ্যায় বাঙালি রয়েছেন।

    গ্রেটার কৈলাস বিধানসভা আসনে শিখা রায়কে বিজেপি প্রার্থী করেছে। শিখার হয়ে প্রচার করেছেন শুভেন্দু। করোলবাগে বাঙালি স্বর্ণশিল্পীরা রয়েছেন। এঁদের অনেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার মানুষ। তাই করোলবাগে গিয়েও শুভেন্দু প্রচার করেছেন। ঠিক একই কারণে আপ করোলবাগে মহুয়া মৈত্রকে দিয়ে প্রচার করিয়েছে। মালভিয়া নগর বিধানসভা কেন্দ্রে রবিবার আপের হয়ে প্রচারে মহুয়া বলেছেন, ‘বিজেপি নেতারা বাংলায় বিধানসভা ভোটে দু’শো আসন, লোকসভায় দেশে চারশো আসন জিতবে বলেছিল। এরা নিজেদের ঢাক নিজেরা বাজায়। দিল্লিতে আপের সরকারই আসবে।’

  • Link to this news (এই সময়)