প্রায় ৫ ডিগ্রি নামল পারদ, মাঘের শেষলগ্নে ফিরবে শীতের আমেজ? আবহাওয়ার বড় আপডেট
আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারির শুরুতে ঠান্ডার আমেজ মেলেনি। সরস্বতী পুজোয় রীতিমতো গরমে অস্বস্তি অনুভূত হয়েছে। ঠিক তার পরেরদিনই একধাক্কায় তাপমাত্রার পারদ নামল পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় হালকা শীতের আমেজ অনুভূত হল ভোরের দিকে। মাঘের শেষলগ্নে শীতের আমেজ কি ভরপুর উপভোগ করা যাবে? কী জানাল হাওয়া অফিস?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী দু'দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও দু'-চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহের শেষে আবারও তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদ এবং বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার দাপট থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর এবং আগামিকাল কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহে কুয়াশার সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট থাকতে পারে উত্তরবঙ্গে। আগামী সাতদিন বাংলার কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।