সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফিরতে পারে শীত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঘের শেষে খামখেয়ালি আবহাওয়া। কখনও ঘন কুয়াশার জেরে বেড়েছে তাপমাত্রা। আবার কখনও শীত শীত অনুভূত হচ্ছে। আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকী চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফিরতে পারে শীত। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গতকাল, সোমবারের তুলনায় এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে। এদিন সকালে কুয়াশা থাকলেও, বেলায় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের উত্তুরে হাওয়া সক্রিয় হতে পারে সপ্তাহের শেষে। তাই ফিরতে পারে শীত। উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন ঘন কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।