• আবহাওয়ার খামখেয়ালিপনা জারি! ৩ ডিগ্রি নামল পারদ, আজ বৃষ্টি কোন কোন জেলায়?
    ২৪ ঘন্টা | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: পূর্বাভাস অনুযায়ী এক রাতে প্রায় ৫ ডিগ্রি পারদ পতন। রবিবার রাতের তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। সোমবার রাতের তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। আগামীকাল বুধবার ৫ ফেব্রুয়ারি রাত পর্যন্ত রাজ্যে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ৬ এবং ৭ ফেব্রুয়ারি রাতে ফের পারদ উত্থান। ৮ এবং ৯ ফেব্রুয়ারি ফের পারদ পতন। ওঠানামার এই প্রবণতা ১১ ফেব্রুয়ারির পর আর থাকবে না।

    ভ্যালেন্টাইন্স ডে-তে ফেব্রুয়ারির ১৫ থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যে শীতের বিদায়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উষ্ণতার পূর্বাভাস। এদিকে উত্তরবঙ্গে ৫ জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণে ৬ জেলায় হালকা মাঝারি কুয়াশা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বাংলায়। দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালীপনা বজায় থাকবে। তাপমাত্রা নেমেছে। মঙ্গলবার রাতে আরও সামান্য নামতে পারে। 

    বৃহস্পতিবার শুক্রবার ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আবার শনি ও রবিবার উইকেন্ডে তাপমাত্রা আবার নামবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সোমবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

    উত্তরবঙ্গের ৫ জেলাতে কুয়াশার দাপট। হালকা কুয়াশা থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। তাপমাত্রা রাতারাতি ৫ ডিগ্রি নামল। ২ দিন অন্তর পারদের ওঠানামা চলবে।

    মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট অনেকটা কমবে। মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২২.২ থেকে নেমে ১৭.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ থেকে বেড়ে ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯৫ শতাংশ। 

  • Link to this news (২৪ ঘন্টা)