অয়ন শর্মা: সোডিয়াম ও পটাশিয়ামের গোলমাল রীতিমত ভোগাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়কে। নতুন করে শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাঁর। এখনও পর্যন্ত আচ্ছন্ন রয়েছেন তিনি। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণের প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতাল সূত্রের খবর, এসএসকেএম-এর মত বেসরকারি হাসপাতালেও খাওয়াতে অরুচি তাঁর। তাঁকে খাওয়াতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে নার্সিং স্টাফদের।