জোড়া দুর্ঘটনার খবর মঙ্গলবার সকালে। হেস্টিংস এলাকায় ব্রেক ফেল করে পর পর গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। দুর্ঘটনায় ৯ জন যাত্রী জখম হন। যার মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে পুলিশ সূত্রে খবর। অন্য দিকে পার্ক সার্কাস মহাদেবী বিড়লা স্কুলের সামনে স্কুটার-পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন স্কুটার চালক। ভুল লেনে ঢুকে পডে় স্কুটারে ধাক্কা মারে পিকআপ ভ্যান। ভ্যানের চালক পলাতক। স্কুটার চালককে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু থেকে বেসরকারি বাসটি নামার সময়ে। বাসটি ধূলাগড়-নিউটাউন রুটের বলে খবর। ধূলাগড় থেকে আসছিল বাসটি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময় ব্রেক ফেল করে। প্রথমে একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে বাসটি।
এর পরই ধাক্কা মারে একটি মিনি ম্যাটাডোরের পিছনে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল, মিনি ম্যাটাডোরটি উল্টে যায়। আহত হন বাস ও প্রাইভেট গাড়ির কয়েক জন যাত্রী। এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁদের। জানা গিয়েছে, জখমদের মধ্যে রয়েছেন ওই বাসের কয়েক জন যাত্রী ও প্রাইভেট গাড়ির যাত্রী।
অন্য দিকে, ভুল লেনে ঢুকে পড়ার কারণে বড় দুর্ঘটনা ঘটে মহাদেবী বিড়লা স্কুলের সামনে। জানা গিয়েছে, রাস্তার এক দিক দিয়ে স্কুটার যাচ্ছিল, উল্টো দিকের ফ্লাইওভার দিয়ে সে সময়ে পিকআপ ভ্যানটি আসছিল। ভুল লেনে ঢুকে পড়ার কারণে স্কুটারের মুখোমুখি চলে আসে। রাস্তায় ছিটকে পড়েন স্কুটার আরোহী। এই ঘটনার পরই পালিয়ে যান চালক। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনালে নিয়ে যায়।