ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনায় আরও একজন গ্রেপ্তার। এ বার গ্রেপ্তার করা হলো অভিযুক্ত প্রোমোটার রজত লি-কে। তিলজলার নুরানি মসজিদ এলাকা থেকে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাঘাযতীনে বাড়ি হেলে পড়ার ঘটনায় হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয় লিফ্টিং সংস্থার কর্ণধারকে।
গত মাসের শেষে ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। বছর খানেক ধরে এই বহুতলের কাজ চলছে বলে খবর। যে প্রোমোটিং সংস্থা দায়িত্বে, তারই প্রধান রজত লি। প্রায় ১২ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ।
এলাকার লোকজনের বক্তব্য, খুব কম সময়ের মধ্যেই বহুতলটি তৈরি করা হয়েছে। ফলে কী ভাবে কী কাজ হয়েছে, তা বলা মুশকিল। তবে বহুতল হেলে পড়ার পরই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে পুরসভা। তারাই পরামর্শ দেয়, এই বহুতল ভেঙে ফেলতে হবে। পুরকর্মীরা তা ভাঙতে গেলে বাধার মুখেও পড়তে হয়।
পাল্টা মেয়রও জানিয়েছিলেন, কারও আপত্তি থাকলে, তাঁকে আদালতের নির্দেশ নিয়ে আসতে হবে। সেটা না হলে পুরসভা ওই বাড়ি ভাঙবেই। এই টানাপোড়েনের মধ্যেই শুরু হয় বহুতল ভাঙার কাজ। এ বার সেই বহুতলের প্রোমোটারকে গ্রেপ্তার করা হলো।