সরস্বতী পুজোয় বিশেষ চমক দুর্গাপুরে। নিজে হাতেই দেবী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে একাদশ শ্রেণির পড়ুয়া রূপম মুখোপাধ্যায়। শুধু তাই নয় পুজোও করেছে সে নিজেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকার বাসিন্দা রূপম গত বছর মাধ্যমিকে প্রথম হয়েছিল। ঈশ্বরের প্রতি ভক্তি থেকে পড়াশোনার পাশাপাশি পৌরোহিত্যের শিক্ষা অর্জন করে সে। ইতমধ্যেই পুজারী হিসেবে এলাকায় বেশ নাম করেছে বিজ্ঞান বিভাগের এই পড়ুয়া। তবে নিজের জন্য নয়, পৌরোহিত্য করে উপার্জন করা অর্থ দিয়ে দুঃস্থদের জামাকাপড় কিনে দেয় সে।
এ ছাড়াও রূপম প্রায় ১৩ বছর বয়স থেকেই নানা রকম মূর্তি বানিয়ে আসছে। দুর্গা ও কালী প্রতিমা তৈরী করেও পুজো করে ওই পড়ুয়া।
রূপম বলেছে, ‘আমি পড়াশোনা-সহ যে কোনও কাজের জন্য ঈশ্বরের প্রতি আস্থা রাখি। পূজা আর্চনা-সহ মন্ত্রপাঠ ছোট থেকেই বেশ ভালোবাসি। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন আমার পৈতে হয়েছিল। এরপর থেকে পৌরোহিত্য শুরু করেছিলাম। মা-বাবা কোনও দিনও আমাকে বাধা দেননি। পড়াশোনার পাশাপাশি আমি এখনও এলাকার সব দেবদেবীর পুজোতে পৌরোহিত্য করে থাকি।’
আরও জানা গিয়েছে, গত তিন বছর ধরে নিজেই প্রতিমা গড়ে বাড়ির পুজো করছে রূপম। এ বার এক মাসে প্রায় সাড়ে ছয় ফুটের প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
রূপমের মা মামনি দেবী বলেন, ‘রূপম আসলে ঠাকুরের ভক্ত। তাই তাকে আমরা কোনও কিছু করতে বাধা দিই না বরং উৎসাহিত করে থাকি। ছোট থেকে অর্থ উপার্জন করলেও তার রোজগারের টাকা তাকেই বলি জমিয়ে রাখতে।’