• গাছ কেটেই চলত সংসার, শুকনো ডাল মাথায় ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু নারায়ণগড়ে
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • গাছ কাটতে এসে মর্মান্তিক মৃত্যু মেদিনীপুরে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার দইসন্ডা গ্রামে। মৃত ব্যক্তির নাম বিমল বেরা (৪৫), বাড়ি নারায়ণগড়ের মাধবচক গ্রামে। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

    জানা গিয়েছে, নারায়ণগড়ের বাসিন্দা বিমল বেরা মঙ্গলবার সকালে গাছ কাটতে এসেছিলেন দইসন্ডা গ্রামের নিমাই মালাকারের বাড়িতে। গাছ কাটা প্রায় শেষই হয়ে এসছিল। সেই সময়েই ঘটে বিপত্তি। আচমকা ওই গাছেরই একটি শুকনো ডাল এসে পড়ে যুবকের মাথায়। গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয়রা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় নিমাইকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর পর ওই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্বভাবতই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

    নারায়ণগড় থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গাছের ডাল পড়ে নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)