• বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন, গ্রেপ্তার তিন, বিক্ষোভ-অবরোধ...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চৌবেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আমির হোসেন মণ্ডল ওরফে কটা (৪৩)।  খুনের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমির হোসেন পণ্যবাহী গাড়ি চালকের কাজ করতেন। তাঁর একটি চার চাকার ছোট পণ্যবাহী গাড়ি আছে। সোমবার রাতে আমির বাড়ির কাজ করছিলেন। তখন প্রসেনজিৎ নামে এক ব্যক্তি ভাড়ার কথা বলে তাঁকে নিমতলা শ্মশান বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে আমিরের সঙ্গে প্রসেনজিতের বাগবিতণ্ডা শুরু হয়।

    অভিযোগ, আমিরকে সেখানে কয়েকজন মিলে রাস্তার ওপরে লাঠিসোটা, ইট দিয়ে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আমির। পরিচিত কয়েকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আমিরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে চৌবেড়িয়া শ্মশানঘাট এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমির হোসেনকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ-সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত অন্য দু'জন অনিমেষ বিশ্বাস ও সৌম্য অধিকারী। তাদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্র-সহ কয়েকটি জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করেছে।
  • Link to this news (আজকাল)