কাটা মুণ্ডুর খোঁজে খালে ডুবুরি, ২৪ঘণ্টা পরেও পরিচয় জানা গেল না যুবকের ...
আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার উদ্ধার হয়েছিল যুবকের ক্ষতবিক্ষত দেহ। হাত-পা বাঁধা, কেটে নেওয়া হয়েছিল যৌনাঙ্গ। যুবকের মুণ্ডু হীন দেহ উদ্ধার হয়েছিল যেখানে, পাশেই উদ্ধার হয় মদের গ্লাস, চিপস। তারপর থেকে কেটে গেল প্রায় ২৪ ঘণ্টা। এখনও ওই যুবকের পরিচয় জানা যায়নি। ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুরে কৃষি জমিতে গলাকাটা মৃতদেহ উদ্ধাররের পর, মুণ্ডুর খোঁজে সোমবারের পর মঙ্গলবারেও তল্লাশি চলছে সুতি খালে ।
উওর ২৪ পরগনা জেলার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরের মধ্যস্থলে মাঠের মাঝে কৃষি জমি থেকে উদ্ধার গলাকাটা মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পোঁছয় দত্তপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বয়স আনুমানিক ৪০। দাহ্য পদার্থ দিয়ে তাঁর দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
মুণ্ডুর খোঁজে গতকাল সুতি খালে নামানো হয় ডুবুরি। কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশ। মঙ্গলবারও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বারাসত পুলিশ জেলা অতিরিক্ত সুপার স্পর্শ নিলাঙ্গী। কিছুক্ষণের মধ্যেই ফের সুতি খালে নামানো হবে ডুবুরি। স্বাভাবিকভাবেই ওই যুবকের কাটা মাথা উদ্ধার না হয়ায়, পরিচয় জানা যায়নি এখনও।