পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ছাত্রের পরিবার জানিয়েছে, কী কারণে সৌমদীপ এমন করল তা বোধগম্য নয়। ছাত্রের বাবা বিপুল রাজবংশী বলেন, শনিবার পাড়ায় একটা সমস্যা হয়। পরে সেটা মিটেও যায়। ছেলে চুল কাটিয়ে এসে খাওয়া দাওয়া করে। সন্ধেয় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে এসে উদ্ধার করি সৌমদীপের ঝুলন্ত দেহ।