• অভিমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, চাঞ্চল্য ত্রিবেণীতে...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অভিমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। ত্রিবেণীতে।

     আর কিছুদিন পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই সরস্বতী পুজোয় মেতেছিল সৌরভ রাজবংশী। বাড়ি ত্রিবেণী রেলঘাট কলোনিতে। জানা গেছে, বাড়ির পাশেই বাঁশ বেঁধে কাপড় টাঙানো নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে বচসা হয়েছিল সৌমদীপের। গত শনিবার। তারপর সব মিটেও গিয়েছিল। কিন্তু ওইদিনই সন্ধেয় ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় সৌমদীপের। 

    সূত্রের খবর, সরস্বতী পুজো উপলক্ষে পাঞ্জাবি কেনার বায়না করেছিল সৌমদীপ। তা নিয়ে বাড়িতে অশান্তিও হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ছাত্রের পরিবার জানিয়েছে, কী কারণে সৌমদীপ এমন করল তা বোধগম্য নয়। ছাত্রের বাবা বিপুল রাজবংশী বলেন, শনিবার পাড়ায় একটা সমস্যা হয়। পরে সেটা মিটেও যায়। ছেলে চুল কাটিয়ে এসে খাওয়া দাওয়া করে। সন্ধেয় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে এসে উদ্ধার করি সৌমদীপের ঝুলন্ত দেহ। 

     
  • Link to this news (আজকাল)