আজকাল ওয়েবডেস্ক: এক কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার হল। বারুইপুরের খোদার বাজারের মণ্ডল পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক। পাশাপাশি কয়েক লক্ষ টাকার নগদও মিলেছে ওই বাড়ি থেকে। মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চার তলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের। সেখানেই এক তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন মোকলেশ শেখ নামে উস্থির বাসিন্দা এক ব্যক্তি। সেই মোকলেশের ঘর থেকেই এদিন মাদক ও টাকা মেলে। সকাল সকাল এলাকায় চলে আসে এসটিএফ। বিকেল চারটে নাগাদও শেষ হয়নি তল্লাশি।
সূত্রের খবর, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন মোকলেশ। এলাকায় একটি দোকান চালাতেন বলেও জানা গিয়েছে। এলাকার লোকজন জানান, তাঁদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না।
মোকলেশ মাদক চোরা চালানের কাজ করত বলেই সূত্রে মারফত জানা গিয়েছে। এই কাজে সহযোগী ছিলেন তাঁর শাশুড়ি সেরিনা বিবি। তিনি মাদক বাহকের কাজ করতেন। এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছেন বলে খবর পায় পুলিশ। এরপরই মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। বাড়িতে মোকলেস ও তাঁর শাশুড়িকে হাতেনাতে ধরা হয়। তবে মোকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না।