স্ত্রী ও কন্যা সন্তানকে খুনের অভিযোগ, দোষী সাব্যস্ত স্বামীকে ফাঁসির সাজা শোনাল আদালত
আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেড় বছরের কন্যা সন্তান ও স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। প্রায় এক বছরের মাথায় অভিযুক্ত স্বামী লাল সিং ওঁরাওকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করল জেলা আদালত। এছাড়াও অভিযুক্তকে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে আরও এক বছরের সাজা ঘোষণা করেছে আদালত। জানা যায় নাগরাকাটার লুকসাক চা বাগানে ২০২৩ সালের ২৭ মার্চ ঘটনাটি ঘটেছিল। পুলিশের তদন্তে উঠে এসেছিল, টাকা পয়সা নিয়ে পারিবারিক সমস্যা ছিল। এর জেরে গভীর রাতে কুড়ুল দিয়ে লাল সিং তাঁর স্ত্রী লক্ষ্মী ওঁরাও ও আঠারো মাসের কন্যা সন্তান মমতা ওঁরাওকে খুন করে বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এতদিন অভিযুক্ত জেল হেফাজতে ছিল। মঙ্গলবার মামলাটি জেলা আদালতের তৃতীয় কোর্টে উঠেছিল। সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব বলেন, ‘এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক৷ নিজেই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। এই কারণে আরও এক বছরের সাজার ঘোষণা করেন বিচারক। তবে অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন।’