• বিদ্যাসাগর সেতুতে ব্রেক ফেল বাসের, পরপর গাড়িতে ধাক্কা, আহত অনেক...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিদ্যাসাগর সেতুর উপরে হেস্টিংসের দিকে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। ব্রেক ফেল করে একের পর এক গাড়িতে ধাক্কা মারে একটি প্রাইভেট বাস এমনটাই জানা যাচ্ছে৷ মঙ্গলবার ধূলাগড়-নিউটাউন রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। আহত হয়েছেন অনেকে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের। দুর্ঘটনার পর তীব্র যানজট এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ধূলাগড়-নিউটাউন রুটের একটি বাস হাওড়ার দিক থেকে বিদ্যাসাগর ব্রিজ পার করে কলকাতার দিকে ঢালে নামার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরপর গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতের রেলিং ভেঙে উঠে যায়। একটি ছোট গাড়ি বাসের ধাক্কায় উল্টে যায়। ঘটনার খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে৷ এই ঘটনার পরেই তীব্র যানজট তৈরি হয়। ব্যাহত হয়েছে দ্বিতীয় সেতুতে যান চলাচল। 

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেপরোয়া গতিতে যাওয়ার কারণে ব্রেক ফেল হলে বাসটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বাসটির সামনের দিকে পরপর একটি প্রাইভেট গাড়ি, বাস এবং একটি ছোট হাতি গাড়ির পেছনে ধাক্কা মারে। আহত হন বাসের যাত্রীরা। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই ঘটনায় তীব্র যানজট রয়েছে।
  • Link to this news (আজকাল)