• বেপরোয়া গতির বাস পিষে দিল বাইক আরোহীকে, চিনার পার্কে ভয়াবহ দুর্ঘটনা...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার দিনেদুপুরে চিনার পার্কে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রিবাহী বাস পিষে দিল বাইক আরোহীকে। বাগুইআটি থানা এলাকার চিনার পার্কের সিগন্যালের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যেই বাস চালককে আটক করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাগুইআটির দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। বাইক আরোহী ওই বাসটির পিছনে ছিলেন। লোকনাথ মন্দিরের সামনে বাসটি গতি কমালে বাইক আরোহী ডান পাশ কাটিয়ে বেরনোর চেষ্টা করেছিলেন। সেসময় বাসের চালক বাইকটিকে পাশে চেপে দেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত রাস্তায় পড়ে যান। তখনই চালক বাসের গতি বাড়িয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের পিছনের চাকা ওই আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়। 

    ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাসের চালককে উপস্থিত লোকজনরাই ধরে ফেলেন। বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই আরোহীর বয়স আনুমানিক ৩০। ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।এদিকে, মঙ্গলবার বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্রসদনের কাছ বেপরোয়া গতির যাত্রিবাহী বাস পরপর গাড়িকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। ঘটনায় আহত হন একাধিক যাত্রী। আবার পার্কসার্কাসের নামী স্কুলের সামনে একটি পিকআপ ভ্যান স্কুটিকে ধাক্কা মারে। জখম হয়ে হাসপাতালে ভর্তি এক যুবক।  

     
  • Link to this news (আজকাল)