CGO কমপ্লেক্সের সামনে রেখে চলে গেল মা, রাতভর হাপুস নয়নে কান্না ২ শিশুর
আজ তক | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
সিজিও কমপ্লেক্সের সামনে দুই সন্তানকে রেখে চলে গেলেন মহিলা। তিনি রাতভর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে ওই দুই বাচ্চাকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর থেকে সিজিও কমপ্লেক্সের সামনে দুই সন্তানকে নিয়ে ঘোরাফেরা করছিলেন এক মহিলা। তবে রাতে তিনি আসছেন বলে বাস ধরে চলে যান।
এদিকে রাতভর মা-কে ছাড়াই ওই এলাকায় কাটায় দুই শিশু। তাদের একজনের বয়স ৮, অন্যজনের ৬। জানা যায়, তাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে। টালিগঞ্জে তারা ভাড়া বাড়িতে থাকে।
দুই শিশুর দাবি, সোমবার দিনভর তারা মায়ের সঙ্গেই ছিল। একটা চায়ের দোকানের সামনেই বসেছিল তারা। তবে আসছি বলে রাতে চলে যান মহিলা। মায়ের অপেক্ষায় পথ চেয়ে রাতভর বসেছিল দিদি ও ভাই।
রাতে ওই এলাকার একটি চায়ের দোকানের সামনেই তাদের রেখে চলে যান মহিলা। সেই দোকানের একজন দুই বাচ্চাকে সঙ্গে নিয়ে রাত কাটান। তিনি জানিয়েছেন, রাতভর বাচ্চা দুটো কিছু খায়নি। মঙ্গলবার সকালে পুলিশ এসে দুই শিশুর সঙ্গে কথা বলে। তাদের খাবার দেওয়া হয়। তারপর তাদের বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। তবে সেই মহিলার কীভাবে খোঁজ পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।
সিজিও কমপ্লেক্স এলাকার এক বাসিন্দা জানান, তিনি সোমবার বিকেল থেকে ওই মহিলা ও তাঁর দুই সন্তানকে সেখানে বসে থাকতে দেখেছিলেন। সোমবার রাত নটা নাগাদ ওই মহিলা আসছি বলে এলাকা ছাড়েন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের তরফে ওই দুই বাচ্চার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাদের বাবা ও ঠাকুমা থানায় আসছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই সন্তানদের ছেড়ে পালিয়েছেন ওই মহিলা। তার সন্ধানও শুরু হয়েছে।