ফেব্রুয়ারির শুরুতেই কলকাতার আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী দুই দিনে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই শীতল আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না; বৃহস্পতিবার থেকে পারদ আবার ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও, কনকনে ঠান্ডার আশা কম।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিন এই জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।
আবহাওয়াবিদদের মতে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। গত সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৬ ডিগ্রি বেশি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সার্বিকভাবে, চলতি মাসে কুয়াশা ও গুমোট আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীতের আনুষ্ঠানিক বিদায় হবে বলে আশা করা হচ্ছে।
আলিপুর জানিয়েছে, সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা চলবে। বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমলেও বৃহস্পতিবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। সে সময় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। সপ্তাহান্তে ফের সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে হালকা শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।