• ময়নাগুড়িতে উদ্ধার নিখোঁজ নাবালিকা, গ্রেপ্তার ১
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পুলিসের তৎপরতায় উদ্ধার করা হল নিখোঁজ নাবালিকাকে। পাশাপাশি ময়নাগুড়ি থানায় অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হল ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকেও। ধৃতের নাম নাম শৈলেন রায়। পুলিস সূত্রে খবর, আজ, মঙ্গলবার মাল ব্লকের ক্ষুদিরামপল্লী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে নিখোঁজ নাবালিকাকেও। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চার সন্তানের বাবা। গত সাতদিন আগে ফোনের মাধ্যমে হঠাৎ করেই তাদের পরিচয় হয়। এরপর গত ৩১ জানুয়ারি নাগাদ নাবালিকা আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকজন দু'দিন ধরে বিভিন্ন আত্মীয়-পরিজনদের বাড়ি এবং বিভিন্ন এলাকায় ঘুরে তার সন্ধান করলেও কোনও খোঁজ মেলেনি। এরপর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিজনেরা। তদন্ত শুরু করে পুলিস। এরপর আজ নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনায় ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)