নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তার নদীর জলে বিষক্রিয়া। আজ, মঙ্গলবার সকাল থেকে ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভেসে উঠলো নদীতে। খবর পেয়েই অকুস্থলে পৌঁছন মৎস্য দপ্তরের আধিকারিকরা। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষকে জল বাড়াতে বলা হয়। নদীতে জল বাড়ার ফলে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। সূত্রের খবর, এর আগে ২০১১ সালেও জলপাইগুড়ির করলা নদীতে মারাত্মক বিষক্রিয়া দেখা দিয়েছিল। সে সময় প্রায় ৫৬টি প্রজাতির মাছের মধ্যে মড়ক দেখা দেয়। আজও তিস্তা নদীর জলে প্রায় ৭ থেকে ৮ প্রজাতির মাছ মরে গিয়েছে বলে জানা গিয়েছে। পরে সেগুলি নদীতে ভেসে ওঠে। রিঠা, বোরোলি, চ্যালা, আড়-সহ ভেসে ওঠা নানা ধরনের নদীর মাছ ধরতে হিড়িক পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।