• ধাপা থেকে ওষুধ ব্যবসায়ীর ছেলেকে অপহরণ, ধৃত ৪
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর দুই আগে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময়ে টাকা শোধ করেনি নি। বারবার সেই ধারের টাকা চাইলেও দেন নি ধাপা এলাকার এক ওষুধ ব্যবসায়ী। সেই কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে গত ২ ফেব্রুয়ারি চড়াও হয় চারজন পাওনাদার। হুমকি দেওয়া থেকে শুরু করে ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় ওই ব্যবসায়ীর ছেলেকে দেখতে পায় পাওনাদাররা। অভিযোগ, সেই রাস্তা থেকেই ওই ব্যবসায়ীর ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে অপহরণ করে পাওনাদাররা। পরে হাওড়ার পিলখানায় সেকেন্ড লেনে ওই ব্যবসায়ীর ছেলেকে আটকে রেখে দেয় পাওনাদাররা। এরপর ওই ব্যবসায়ীকে ভিডিও কল করে গোটা বিষয়টি জানিয়ে দেড় লক্ষ টাকা চায় তারা। গোটা বিষয়টি প্রগতি ময়দান থানায় জানান ওই ব্যবসায়ী। পুলিস আধিকারিকরা তাঁকে আশ্বস্ত করে বলেন, পাওনাদারদের কথা মতো কাজ করতে। সেই মতো দেড় লক্ষ টাকা নিয়ে হাওড়ার পিলখানার সেকেন্ড লেনে যান ওই ব্যবসায়ী। পাওনাদারদের টাকাটি দেওয়ার সময়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। অপহৃত ছেলেটিকে উদ্ধার করে, চারজনকে গ্রেপ্তারও করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন কলকাতা পুরসভার কর্মী। ওই ব্যবসায়ীর ছেলেকে ধাপা থেকে অপহরণ করার সময়ে একটি গাড়ি ব্যবহার করেছিল তারা। ওই গাড়িটিতে লাগানো ছিল কলকাতা পুরসভার বোর্ড।
  • Link to this news (বর্তমান)