• টলিপাড়ায় নতুন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ!
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ায় পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ! অসহযোগিতার অভিযোগ। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু করার কথা ছিল পরিচালক শ্রীজিৎ রায়ের। কিন্তু পরিচালকের অভিযোগ, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানরা নাকি তাঁর সঙ্গে সহযোগিতাই করছেন না। তাই নতুন ধারাবাহিকের শ্যুটিংও শুরু করতে পারছেন না তিনি। এই বিষয়ে পরিচালক শ্রীজিৎ রায় জানিয়েছেন, আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন আমার সঙ্গে কাজ না করেন। যদিও এই বিষয়ে কোনও লিখিত নির্দেশ আসেনি বলে জানিয়েছেন খোদ পরিচালকই। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ও সমস্যার সমাধান করতে আজ, মঙ্গলবার দাশানি স্টুডিওতে জড়ো হয়েছেন পরিচালক ও অভিনেতারা।
  • Link to this news (বর্তমান)