• ছেলেকে অপহরণ করে বাবার কাছে মুক্তিপণের দাবি, হাওড়া থেকে ধৃত ৭
    দৈনিক স্টেটসম্যান | ০৪ ফেব্রুয়ারি ২০২৫


  • সম্প্রতি বেসরকারি বিমা সংস্থার এক কর্মীকে অপহরণ করে ১৪ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছিল অপহৃতের পূর্ব পরিচিতদের বিরুদ্ধে। সেই ঘটনার ১০ দিনের মাথায় শহরে আবার অপহরণ। অপহৃত ১৯ বছরের তরুণ। অপহরণের তদন্তে নেমে যুবককে উদ্ধার করে হাওড়া থেকে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

    সূত্রের খবর, সোমবার দুপুর ২টো নাগাদ প্রগতিময়দান থানা এলাকার বাইসতলার বাসিন্দা পেশায় ব্যবসায়ী দিলীপ কুমারের বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয় সঞ্জয় রজক (৪৫) নামে এক ব্যক্তি। অভিযোগ, বাড়ির সদস্যদের ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় দিলীপ কুমারের ছেলে প্রিন্স কুমারকে। তারপরেই প্রিন্সের ফোন দিলীপের ফোনে পাঠানো হয় একটি হোয়াটস অ্যাপ ভিডিও। যেখানে দেখা যায় ছেলে একটি গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই ছেলের জন্য দেড় লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে সঞ্জয় ফোন করে বলে অভিযোগ।

    সূত্রের খবর, ফোনে বলা হয় ছেলেকে পেতে হলে মুক্তিপণের টাকা নিয়ে আসতে হবে হাওড়া। এরপরেই প্রগতিময়দান থানায় যোগাযোগ করেন দিলীপ। তারপর পুলিশের পরিকল্পনা মতো দিলীপকে টাকা নিয়ে অপহরণকারীদের কাছে যেতে বলা হয়। পুলিশের নির্দেশ মতো হাওড়া যান দিলীপ। অন্যদিকে দিলীপের গতিবিধির উপর আগে থেকেই নজরদারি চালাতে থাকেন প্রগতিময়দান থানার আধিকারিকেরা।

    পুলিশ সূত্রে খবর, সঞ্জয়ের সঙ্গে দেখা করে টাকা দেওয়ার সময়ই হাতেনাতে পাকড়াও করা হয় সঞ্জয় রজক, রাজেশ মল্লিক, সনুকুমার মল্লিক, বিশাল যাদবসহ সাতজনকে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, সঞ্জয়ের কাছ থেকে ব্যবসার জন্য লাখ দেড়েক টাকা ধার নিয়েছিলেন দিলীপ। কিন্তু সময় মতো তা ফিরিয়ে দিচ্ছিলেন না। আর সেই রাগ থেকেই অপহরণ করা হয় ব্যবসায়ীর ছেলে প্রিন্সকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)