বিধান সরকার: আর বেশি দেরি নেই। মাধ্যমিকের আগেই আত্মঘাতী পরীক্ষার্থী! কেন? বুঝে উঠতে পারছেন না বাড়ির লোকেরা। থানায় অভিযোগও দায়ের করেননি তাঁরা। বরং লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। ঘটনাটি ঘটেছে হুগলির ত্রিবেণীতে।
স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম সৌমদীপ রাজবংশী। বাড়ি, ত্রিবেণীর রেল ঘাট কলোনীতে। এবছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল সৌম্য়দীপের। হাতে আর বেশি সময় নেই। ১০ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। প্রস্তুতি নিচ্ছিল ওই পরীক্ষার্থী।
এদিকে রবি ও সোমবার ছিল সরস্বতী পুজো। শনিবার বাড়ির পাশেই পুজো প্যান্ডেল করা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়েছিল সৌম্য়দীপের। কিন্তু সেই ঝামেলা মিটেও গিয়েছিল। সেদিন সন্ধ্যায় বাড়িতে ওই মাধ্য়মিক পরীক্ষার্থী ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, সরস্বতী পুজো পাঞ্জাবী কেনার বায়না করেছিল সৌম্যদীপ। এই নিয়ে অশান্তি হয়েছিল বাড়িতে।
এদিকে পূর্ব বর্ধমানের রিলস বানাতে গিয়ে মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। কীভাবে? কেতুগ্রামের কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের মাথায় উঠে পড়েছিল সে। এরপর হাইভোল্টেজ তারে বিদ্যুত্স্পৃষ্ট এই কিশোর।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭