অয়ন ঘোষাল: মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের সামনে চাঞ্চল্য। নাবালক দুই সন্তানকে ফেলে রেখে বেপাত্তা মা, দাবি দুই শিশুর। হাপুস নয়নে কান্না অসহায় ভাই-বোনের। তাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে বলে জানাচ্ছে ভাই। দিদির দাবি, টালিগঞ্জ এলাকায় ভাড়া থাকে তারা। এদিন দিনভর মায়ের সঙ্গেই ছিল, দাবি দুই শিশুর। রাতে দুই সন্তানকে সিজিও কমপ্লেক্সের কাছে ফেলে রেখে মা চলে যায় বলে অভিযোগ।
পুলিস সকালে অল্প খাবার কিনে দিয়েছে কিন্তু তা মুখে তোলেনি দুই শিশু। একটি বাচ্চার বয়স ৬ এবং আর একজনের বয়স ৯। মুখ ঢেকে কাঁদছে দুজনে। চায়ের দোকানের সামনে শিশু দুইটিকে ফেলে যাওয়া হয়েছিল। সেই চায়ের দোকানের মহিলাই আগলে রাখে তাদের। বিধাননগর উত্তর থানায় নিয়ে গিয়েছে পুলিস। কোথায় যাবে নাবালক দুই শিশু, কোথায় রাখা হবে তাদের। মায়ের অমানবিক আচরণে হতবাক সবাই।
স্থানীয় দোকানের মহিলার দাবি, ৯ টার সময় বলল, রেখে যাচ্ছি দেখবেন, আসছি। রাত ১১ টার সময় ওদের দেখি বসে আছি। ওদের রাত থেকে কিছু খাওয়াতে পারিনি। বাচ্চার মতো কাছে নিয়ে বুঝিয়ে রেখেছি। অন্যএক স্থানীয় বাসিন্দার কথায়, তাদের ওখানে বসিয়ে রেখে মাকে কিছুদূর গিয়ে বাস ধরতে দেখলাম। প্রসঙ্গত, সিজিও কমপ্লেক্সের পাশেই চাইল্ড ওয়েলফেয়ারের অফিস।