• মামলা লড়ার সদিচ্ছাই নেই! রাজ্যের প্যানেল থেকে কিছু আইনজীবীকে ‘বাদ’ দিতে চান হাই কোর্টের বিচারপতি
    প্রতিদিন | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • গোবিন্দ রায়: রাজ্যের কয়েকজন আইনজীবী মামলা লড়তে চান না! ওকালতিতে সদিচ্ছার অভাব রয়েছে! এমনই বিস্ফোরক পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। এরপরই রাজ্য সরকারের প্যানেল থেকে কয়েকজন আইনজীবীকে বাদ দেওয়ার সুপারিশ করতে চলেছেন তিনি। প্রয়োজনে আইনমন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপ চাওয়া হবে বলেও জানিয়েছেন।

    সম্প্রতি রাজ্য সরকারের আইনজীবী প্যানেলে বেশ কিছু বদল হয়েছে। প্যানেলে জায়গা পেয়েছেন নতুন কয়েকজন আইনজীবী। তাঁদের ভূমিকাতেই মূলত অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বসু। বিচারপতি বসুর এজলাসে সম্প্রতি একটি মামলায় রাজ্যের আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে এক আইনজীবী উপস্থিত হন। তবে তিনি মামলার প্রসঙ্গে অবহিত নন। তা দেখে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি বসু। তাঁর পর্যবেক্ষণ, রাজ্যের আইনজীবীদের মামলা লড়তে সদিচ্ছার অভাব রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মামলায় সরকারি আইনজীবীরা হাজির হচ্ছেন না। অনেকে আবার মামলা পড়েও আসছেন না। বিচারপতি সতর্ক করে দেন, এ ভাবে চলতে থাকলে ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হবে।

    বিচারপতি বসু বলেন, “রাজ্যের প্যানেলের কয়েকজন আইনজীবীকে চিনতেই পারছি না। অনেককে হাই কোর্টে প্রথম বার দেখছি। এখন আলিপুর কোর্ট থেকে আইনজীবীদের নিয়ে এসে প্যানেলে জায়গা দেওয়া হয়। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে।” তিনি আরও বলেন, “ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে বাদ দিতে সুপারিশ করব।” রাজ্যের কৌঁসুলি (জিপি) যাতে পুরো বিষয়টির উপর নজর দেন, সে কথাও জানান বিচারপতি বসু। তিনি সতর্ক করে দেন, অন্যথায় রাজ্যের সরকারি আইনজীবীদের প্যানেলটি আইনমন্ত্রীর কাছেও পাঠানো হবে।
  • Link to this news (প্রতিদিন)