অর্ণব আইচ: ঠিক যেন হিন্দি সিনেমা! টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়ায় বাড়ি থেকে ছেলেকে অপহরণ! পরে মুক্তিপণ চেয়ে বাবাকে হুমকি ফোন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা নিয়ে হাজির হওয়ার নির্দেশ। পুলিশকে জানাতেই জায়গা ঘিরে অভিযুক্তদের গ্রেপ্তার। পুলিশের তৎপরতায় মাত্র দেড় ঘণ্টায় উদ্ধার অপহৃত তরুণ।
রবিবার প্রগতি ময়দান থানার বাসিন্দা দিলীপ কুমার পুলিশে অভিযোগ দায়ের করেন, সঞ্জয় রজক ও তিনসঙ্গী সেই দিন দুপুর ২ নাগাদ তাঁর বাড়িতে আসেন। তাঁদের মধ্যে পাওনা টাকা আদায় নিয়ে ঝামেলা বাধে। অভিযোগ সেই সময়, দিলীপের ১৯ বছর বয়সি তরুণ প্রিন্স কুমারকে একটি রুপোলি রঙের একটি গাড়িতে তুলে যায় অভিযুক্তরা। কিছুক্ষণ পরই প্রিন্সের ফোন থেকে দিলীপের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। সেখানে প্রিন্স জানায়, তাঁকে অজানা জায়গায় নিয়ে যাচ্ছেন সঞ্জয়।
ঘটনায় হতবাক দিলীপের কাছে কিছুক্ষণ পর আরও একটি ফোন আসে। এবার সঞ্জয়ের ফোন থেকে। অভিযোগ, দিলীপকে দেড় লক্ষ টাকা নিয়ে হাওড়ায় ডাকেন সঞ্জয়। এরপরই দেরি না করে বিষয়টি প্রগতি থানার পুলিশকে জানায় দিলীপ। অভিযোগ পাওয়ার পর সঞ্জয়ের বলে দেওয়া স্থানে সময় মতো যেতে বলেন পুলিশকর্তারা। পিছনেই ছিল পুলিশের বিশাল বাহিনী।
ঘটনাস্থলে পৌঁছতেই টাকা নেওয়ার সময় সঞ্জয়-সহ তিন অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম রাজেশ মল্লিক, সনুকুমার মল্লিক ও বিশাল যাদব। তাদের জিজ্ঞাসাবাদের পর অপহরণে ব্যবহার করা গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। ছেলেকে সুরক্ষিত অবস্থায় ফিরে পেয়ে স্বতির নিঃশ্বাস ফেলছেন দিলীপবাবু।