আজ, মঙ্গলবার চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনার জেরে মারা গেলেন ওই মোটরবাইক আরোহী। যাত্রীবাহী বাস দ্রুতগতিতে থাকায় পিষে দেয় ওই মোটরবাইক আরোহীকে। আজ, মঙ্গলবার দুপুরবেলায় এই ঘটনা ঘটেছে বিধাননগরের চিনার পার্কের সিগন্যালের কাছে। এই ঘটনায় এলাকার মানুষজন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেন। পুলিশ ওই বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে পুলিশ সূত্রে খবর, ২১১ রুটের একটি বাস দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে ওই মোটরবাইক আরোহীকে। যার জেরে ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান ওই মোটরবাইক আরোহী। তখন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাগুইআটির দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল ২১১ রুটের বেসরকারি বাস। মোটরবাইক আরোহী ওই বেসরকারি বাসের পিছনে ছিলেন। লোকনাথ মন্দিরের সামনে ওই বাস গতি কমালে আরোহী মোটরবাইক নিয়ে পাশ কাটিয়ে বেরনোর চেষ্টা করেন। আর তখনই বাসের চালক মোটরবাইককে পাশে চেপে দেন। তার জেরেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে ঘাতক বাস এবং বাসের চালককে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ওই মোটরবাইক আরোহী বাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক সমেত রাস্তায় ছিটকে পড়ে যান। তখন ওই চালক বাসের গতি বাড়িয়ে দেয়। বাসের পিছনের চাকা ওই আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষে যাওয়ায় রক্তাক্ত হয়ে যায় শহরের রাজপথ। এই ঘটনা দেখে অনেকে শিউরে ওঠেন। ওই বাসের চালককে উপস্থিত যাত্রীরাই ধরে ফেলেন। বারবার বেপরোয়া বাসের দৌরাত্ম্যে পথ দুর্ঘটনা বাড়ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দিয়েও পথ দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না।
এছাড়া ওই মোটরবাইক আরোহীর বয়স আনুমানিক ৩০ বছর। এই পথ দুর্ঘটনার জেরে চিনার পার্ক এলাকায় ব্যাপক যানজট শুরু হয়। সাময়িক এই যানজট কাটিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হলেও এমন বীভৎস পথ দুর্ঘটনা কেউ ভুলতে পারছেন না। মঙ্গলবার দিন অফিস–কাছারি সবই খোলা। তাই রাস্তায় গাড়ির চাপও বেশি। আজ বিদ্যাসাগর সেতু সংলগ্ন রবীন্দ্রসদনের কাছেও ঘটে পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায়। এই দুর্ঘটনায় আহত হন একাধিক যাত্রী। পার্কসার্কাসেও একটি পথ দুর্ঘটনা আজ ঘটেছে। পিকআপ ভ্যান স্কুটিকে ধাক্কা মারলে আরোহী মারাত্মক জখম হন।