• চিনার পার্কে বাসের ধাক্কায় আহত বাইক আরোহী, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
    আনন্দবাজার | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া বাস। মঙ্গলবার সকালে চিনার পার্কে ঘটনাটি ঘটেছে। দ্রুত আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চিনার পার্ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাগুইহাটি থেকে চিনার পার্ক যাওয়ার রাস্তা ধরে যাচ্ছিল ২১১ নম্বর রুটের একটি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি বেপরোয়া গতিতে ছুটছিল। হঠাৎ পাশের এক বাইক আরোহীর সঙ্গে বাসটির ধাক্কা লাগে। টাল সামলাতে না পেরে পড়ে যান বাইক আরোহী। তখন তাঁর উপর দিয়েই চলে যায় বাস। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে তাঁর।

    ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বাসটিকে আটক করা হয়েছে। ধরা হয়েছে বাসের চালককেও। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার সকালেই আরও একটি বাস দুর্ঘটনা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে। সেতু থেকে নামার সময় ধুলাগড় থেকে নিউ টাউনগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেসকোর্সের কাছে একের পর এক গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন। বাসচালককেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জোড়া দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে যাত্রী সুরক্ষা।

  • Link to this news (আনন্দবাজার)