সরস্বতী পুজোর মণ্ডপের সামনে রাস্তা আটকে নাচানাচি করা নিয়ে ঝামেলা। যার জেরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল এন্টালির ডক্টর সুরেশ সরকার রোড। সেখানে দু’দলের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হন। তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত সাড়ে ১০টা নাগাদ ঝামেলার সূত্রপাত। জানা গিয়েছে, ডক্টর সুরেশ সরকার রোডের উপরে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন স্থানীয় বাসিন্দারা। রাত সাড়ে ১০টা নাগাদ সেই মণ্ডপের সামনেই বক্স বাজিয়ে নাচানাচি করছিলেন উদ্যোক্তাদের কয়েক জন। অভিযোগ, সেই সময়ে কয়েক জন যুবক মোটরবাইক নিয়ে এসে জিজ্ঞাসা করেন, রাস্তা আটকে কেন নাচানাচি হচ্ছে? এ নিয়ে বচসা শুরু করে দু’পক্ষের। সেই বচসা ক্রমে সংঘর্ষের চেহারা নেয়। লাঠি, রড নিয়ে দুই দলই একে অন্যের উপরে চড়াও হয়। সংঘর্ষে আহত হন কয়েক জন।
এলাকায় উত্তেজনা ছড়াতেই স্থানীয়েরা পুলিশে খবর দেন। রাতেই ঘটনাস্থলে যায় এন্টালি থানার বিশাল বাহিনী। দ্রুত দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয়। আহত কয়েক জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। রাতেই এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আরও কয়েক জনের খোঁজ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে।