ধুনোর গন্ধ বিপদ বাড়ায় বলে প্রবাদ রয়েছে। তবে নিউ টাউনে আগামী কয়েক দিন সেই ধুনো ব্যবহার হবে মশার উপদ্রব এড়াতে। আগামিকাল, বুধবার থেকে নিউ টাউনে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (বি জি বি এস)। তার আগে নিউ টাউনে, বিশেষত ইকো পার্ক তল্লাটে মশার উপদ্রব ঠেকাতে শুরু হয়েছে ভেষজ ধুনোর ব্যবহার। নিউ টাউনের প্রশাসন সূত্রের খবর, ধুনোর সঙ্গে নারকেল ছোবড়া, নিমপাতা ও কর্পূর মিশিয়ে ধোঁয়া দেওয়া হবে। সেটাই স্বাস্থ্যসম্মত বলে দাবি আধিকারিকদের।
আগামী বুধ ও বৃহস্পতিবার এই সম্মেলন চলবে। সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকো পার্কে রাত্রিবাস করতে পারেন। এমতাবস্থায় ইকো পার্ক, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মতো জায়গাগুলি পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হয়েছে।
এক আধিকারিকের কথায়, ‘‘তেল পুড়িয়ে ফগিং মেশিনের ধোঁয়া দেওয়া এখন নিষিদ্ধ। সম্মেলন ঘিরে মুখ্যমন্ত্রী-সহ বহু বিশিষ্ট মানুষের জমায়েত হবে ইকো পার্কে। ফলে মশা তাড়াতে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি, ভেষজ ধুনোর ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি নিউ টাউন বইমেলায় ধুনো দিয়ে মশা তাড়ানোর কাজে সাফল্য মিলেছে। তাই সম্মেলনের সময়েও ফের ধুনোর ব্যবহার করা হচ্ছে।’’
ধুনোর গন্ধ ছড়াতে ইকো পার্কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে স্ট্যান্ড। প্রতিদিন বিকেলের পর থেকে ধুনো দেওয়া শুরু হবে। রবিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকেও ধুনোর ব্যবহারে সম্মতি দেওয়া হয়েছে বলে এনকেডিএ সূত্রের খবর।
বসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউ টাউনেও অপরিচ্ছন্নতা দেখা দিয়েছে। বিশেষত খালপাড় বা পঞ্চায়েতে সংযোগকারী এলাকাগুলিতে জঞ্জাল ফেলে যাওয়া নিয়ে অভিযোগ ওঠে। এনকেডিএ সূত্রের খবর, রামমন্দির, ওয়েস্ট ইন বা তাড়ুলিয়ার মতো জায়গায় অনেক সময়ে বাইরে থেকে লুকিয়ে আবর্জনা ফেলে যাওয়া হয় বলে অভিযোগ আসে। এমনকি, উদ্বৃত্ত খাবার কুড়িয়ে বায়োগ্যাস প্রকল্পের কাছে বিক্রি করার একটি চক্র কাজ করে বলেও শোনা যায়। যার জেরে ওই এলাকায় প্রচুর কাঁচা আবর্জনা পড়ে থাকে, যাতে বাড়ে মশা-মাছির উৎপাত। সম্মেলনকে কেন্দ্র করে তাই সতর্কতা নেওয়া হচ্ছে। গত দু’-তিন দিন ধরে এলাকায় সাফাই অভিযান বাড়তি গুরুত্ব পেয়েছে। ভাঙাচোরা রাস্তাও মেরামত করার কাজ চলছে। মশা মারতে তেল দেওয়া চলছে সর্বত্র। পুলিশকেও নজর রাখতে বলা হয়েছে, যাতে বহিরাগত কেউ নিউ টাউনে আবর্জনা ফেলে যেতে না পারেন।
আধিকারিকেরা জানান, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের ভিতরে সম্মেলন চললেও তার বাইরে ইকো পার্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। রাত পর্যন্ত দেশ-বিদেশের অতিথিদের জমায়েত হবে সেখানে। তাই সেখানে মশার উপদ্রব হলে স্থানীয় প্রশাসনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই ধুনোর ব্যবহার-সহ বিভিন্ন উপায়ে মশা তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে নিউ টাউনে।