নতুন জাতীয় শিক্ষানীতি মেনে প্রশ্নপত্রে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। মুখস্থ করে নয়, বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। নতুন প্রশ্ন কাঠামোর কী ভাবে মোকাবিলা করবে পরীক্ষার্থীরা, কী ভাবেই বা শিক্ষকেরা পড়াবেন, সেই নিয়ে অনলাইন কর্মশালার আয়োজন করেছে সিআইএসসিই বোর্ড। ‘একলব্য অনলাইন কর্মশালা’ নামের এই আয়োজনে অংশগ্রহণ করতে সিআইএসসিই বোর্ড তাদের অধীনে থাকা সব স্কুলকে নির্দেশ দিয়েছে। দশম এবং একাদশের পড়ুয়াদের এই কর্মশালায় অংশ নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
সিআইএসসিই জানিয়েছে, কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আইআইটি গান্ধীনগরের বিশেষজ্ঞেরা। বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির শিক্ষকেরা জানাচ্ছেন, চলতি বছরই আইসিএসই এবং আইএসসিতে ২৫ শতাংশ এমন প্রশ্ন আসবে যা পাঠ্যক্রমের মধ্যে থাকলেও অন্য ধরনের প্রশ্ন। সে সবের উত্তর দিতে গেলে সেই বিষয় সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। মুখস্থ করে উত্তর দেওয়া যাবে না। ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষা মৌসুমী সাহা বলেন, ‘‘আগামী বছর, অর্থাৎ, ২০২৬ সালে এ রকম প্রশ্ন আসবে ৪০ শতাংশ। ২০২৭ সালে আসবে ৫০ শতাংশ। এই ধরনের প্রশ্নের উত্তর লেখা এবং পড়ানোর জন্যেই এই অনলাইন প্রশিক্ষণ। বিজ্ঞান এবং অঙ্ক এই দুই বিষয়ের উপরে প্রশিক্ষণ হবে প্রতি রবিবার করে পর পর দশ সপ্তাহ।’’
সেই সঙ্গে আইসিএসই-র অধীনে থাকা বেশ কিছু স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, চলতি বছরে যারা দশম এবং একাদশ শ্রেণিতে উঠবে, তাদের পরীক্ষার ফল মার্চে প্রকাশ করে নতুন ক্লাস মার্চেই শুরু করে দিতে চান। কারণ, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, এপ্রিলে এমন গরম পড়ে যায় যে নির্ধারিত সময়ের অনেক আগে গরমের ছুটি দিতে হয়। দীর্ঘ গরমের ছুটিতে ক্লাসের সময় কমে গেলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় দশম ও দ্বাদশের পড়ুয়ারা। পুরো এক বছর তারা স্কুলে ক্লাস করতে পারে না।
তাই এ বার থেকে শহরের কিছু স্কুলের কর্তৃপক্ষ জানাচ্ছেন, ফেব্রুয়ারিতেই বোর্ডের পরীক্ষার সঙ্গে নবম এবং একাদশের পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রকাশ করে মার্চেই ফের ক্লাস শুরু করে দেওয়া হবে। শ্রী শ্রী অ্যাকাডেমির অধ্যক্ষা গার্গী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এ বার ফেব্রুয়ারিতে ষষ্ঠ থেকে দশমের পরীক্ষা নেওয়া হয়ে যাবে। সাধারণত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। এ বছর এপ্রিলের প্রথম সপ্তাহেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির পঠনপাঠন শুরু হবে। যারা দশম ও দ্বাদশ শ্রেণিতে উঠবে, তাদের ক্লাস মার্চ থেকে শুরু হবে।’’