দমদম রোডে মতিঝিল থেকে ছাতাকল পর্যন্ত অংশের বিভিন্ন জায়গায় পাইপলাইন ফুটো হয়ে জল জমেছে রাস্তায়। অভিযোগ, পুজোর দিনে ওই জলের উপর দিয়েই যাতায়াত করতে হয়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, দমদম রোড বরাবর ট্রান্স মিউনিসিপ্যাল ওয়াটার প্রজেক্টের পাইপলাইন গিয়েছে। সেই পাইপলাইনে এর আগেও ছিদ্র দেখা দিয়েছিল এবং তা ঠিক করাও হয়েছিল। পুর প্রশাসনের অনুমান, ভারী ও পণ্যবাহী গাড়ির চাপে ফের পাইপলাইনে ছিদ্র হয়ে থাকতে পারে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, এর আগে পাইপলাইনের ছিদ্র মেরামতি করতে গিয়ে দীর্ঘ ক্ষণ জল সরবরাহ বন্ধ রেখেছিল পুরসভা। যত বার মেরামতি হয়েছে, তার চেয়ে নতুন পাইপলাইন বসালে খরচ কমবে প্রশাসনের, এমনই দাবি করছেন তাঁরা। দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ অবশ্য জানান, কেএমডিএ-কে সমস্যার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে অম্রুত প্রকল্পে নতুন পাইপলাইন বসানোর পরিকল্পনা হয়েছে। সেই কাজ হলে সমস্যা মিটে যাবে।