পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এ বার মোটা অঙ্কের জরিমানা হবে। চলতি বাজেট অধিবেশনে এমনই বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তার পরেই এই বিলের কথা জানা যাচ্ছে। তা ছাড়াও আবার সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
পানের পিক, থুতু ফেলা ইত্যাদি নিয়ে ১৯৮০ সালের পুর আইনের ৩৩৮ ধারায় জরিমানার উল্লেখ রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জরিমানাও করা হয় দোষীদের। তবে এ বার স্বচ্ছতা অভিযানে এক কদম এগিয়ে ওই নিয়ে বিল আনার সিদ্ধান্ত নিল মমতার সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রয়েছে। সেখানেই বিল পেশ হবে বলে খবর। বস্তুত, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে। এই সব বিষয়কে সামনে রেখে আগামী এক বছরে দল ও সরকারের ভূমিকা কী হবে, তা নিয়েও বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
অন্য দিকে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানকার বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বিএসএফকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর মন্ত্রিসভা। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকের পর নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার কথা জানানো হয়েছিল। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ভুয়ো পাসপোর্ট চক্র, তার পরে রাজ্য থেকে একাধিক জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়ার প্রেক্ষিতে রাজ্যের এই সিদ্ধান্ত ‘তাৎপর্যপূর্ণ’। বস্তুত, সীমান্তে সুরক্ষার জন্য রাজ্যের কাছে বেশ কিছু জায়গায় জমি চেয়ে আবেদন করেছিল বিএসএফ। তার পরেই এই ‘ছাড়পত্র’ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য।