মাদক পাচারে শাশুড়ি-জামাইয়ের ‘মহাজোট’। কিন্তু শেষরক্ষা হলো না। বিপুল টাকার মাদক উদ্ধার করল পুলিশ, যার বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি বারুইপুরের খোদার বাজারের মণ্ডল পাড়ার। মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে একটি চারতলা বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই সময়েই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের। সেখানেই এক তলায় বছর খানেক ধরে ভাড়া থাকেন মোকলেশ শেখ নামে উস্থির এক বাসিন্দা। সেই মোকলেশের ঘর থেকেই এ দিন মাদক ও টাকা উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন মোকলেশ। এলাকায় একটি চায়ের দোকান চালাতেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বা তাঁর পরিবারের কেউই খুব একটা বেশি মেলামেশা করতেন না।
পুলিশ সূত্রে খবর, মোকলেশ মাদক চোরা চালানের কাজ করতেন। গোপন সূত্রে তাঁর বাড়িতে মাদক মজুত থাকার খবর পায় পুলিশ। এই কাজে তাঁর সহযোগী ছিলেন শ্বাশুড়ি সেরিনা বিবি। তিনি মাদক বাহকের কাজ করতেন বলে প্রাথমিক পুলিশি তদন্তে উঠে এসেছে। এ দিন সেরিনা বিপুল পরিমাণে মাদক জামাইয়ের কাছে নিয়ে এসেছেন বলে খবর পায় পুলিশ। এরপরেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাড়িতে মোকলেস ও তাঁর শ্বাশুড়িকে হাতেনাতে ধরা হয়। তবে মোকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না। এই বাড়ি থেকে হিসাব বর্হিভূত বিপুল টাকা উদ্ধার হয়েছিল। ঘটনায় মোকলেশ এবং তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে।