• মালদায় খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর ঠিক নয়: বিদ্যুৎ দপ্তর
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • খোলা তারে আচমকা বিদ্যুৎ সংযোগের কারণে নয়, বরং ওভারহেড তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে মালদার বামনগোলায়। WBSEDCL-এর তরফে এই তথ্যই জানানো হয়েছে। এর আগে সোমবার ‘এই সময় অনলাইন’-এ ‘খোলা তারে আচমকা বিদ্যুৎ সংযোগ, বামনগোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে তুলকালাম’— শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই খবরের পরিপ্রেক্ষিতে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা জানিয়েছে, এই দাবি একেবারে ভুল। মাসিদুর মণ্ডল নামে ওই ব্যক্তির মৃত্যু খোলা তারে নয়, বরং ওভারহেড তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই হয়েছে।

    WBSEDCL-এর তরফে জানানো হয়েছে, বামনগোলার ধামাইরের বাসিন্দা মাসিদুর মণ্ডল দোকানের ছাদের উঠে গাছের পাতা কাটছিলেন। সে সময়ে তাঁর হাতে ছিল একটি ধাতব রড। পাতা পরিষ্কার করার সময়ে কোনওভাবে ওই রড ওভারহেড তারে লেগে যায়। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি।

    স্থানীয়রা ঘটনার দিন দাবি করেছিলেন, রাস্তায় পড়ে থাকা তারে আচমকা বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু, সমস্ত ঘটনা খতিয়ে দেখে WBSEDCL জানিয়েছে, রাস্তার কোনও তার নয়, ওভারহেড তারে নিজের ভুলে হাত লেগে যাওয়ার ফলেই মাসিদুর মণ্ডলের মৃত্যু হয়েছে।

  • Link to this news (এই সময়)