বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তিস্তা নদীতে মাছের মড়ক। মঙ্গলবার জলপাইগুড়ির সারদাপল্লি দু'নম্বর স্পার এলাকায় তিস্তার জলে ভেসে উঠেছে একের পর এক মরা মাছ। মরা মাছের ভিড়ে রয়েছে বোরোলি, খোকসা, আড়, বোয়াল-সহ নানা প্রজাতির মাছ। স্থানীয়দের অনুমান, নদীতে কীটনাশক মেশানোর ফলেই এই বিপত্তি। ঘটনাস্থলে যান জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা।
মাছের এই মৃত্যুর ঘটনা এদিন সকালেই নজরে আসে। স্থানীয়রা দেখতে পান, তিস্তার জলে একের পর এক মরা মাছ ভেসে উঠছে। বোয়াল, খোকসা-র সঙ্গে মরে গিয়ে ভেসে উঠছে উত্তরবঙ্গের বিখ্যাত মাছ বোরোলি। অনেকেই নদীতে নেমে পড়েন মাছ ধরতে। যে যার মতো সংগ্রহ করে হাঁটা দেন বাড়ির পথে। পাশাপাশি বাসিন্দাদের অনেকেই এই মাছ না খাওয়ার পরামর্শ দেন। তাঁদের আশঙ্কা, বিষক্রিয়ার প্রভাবে মাছ মরে গিয়ে ভেসে উঠেছে। ফলে না খাওয়াই উচিত।
স্থানীয় বাসিন্দা চৈতন্য রায়ের অভিযোগ, দু'নম্বর স্পার এলাকায় কেউ নদীর জলে বিষ মিশিয়ে দিয়েছে। যার ফলেই মাছ মরে ভেসে উঠেছে। এই এলাকায় অনেকেই মাছ ধরতে আসেন। বিষ প্রয়োগের বিষয়টি উড়িয়ে দেয়নি মৎস্য দপ্তরও। দপ্তরের আধিকারিক অম্লান দাশগুপ্ত বলেন, 'এই এলাকায় জলের স্রোত খুব বেশি। তাই বিষক্রিয়ার ঘটনা বোঝা যাচ্ছে না। কিন্তু স্থানীয় এক ব্যক্তি জানান, সকালে অনেকেই এখানে মাছ ধরতে আসে। বেশি মাছ পাওয়ার আশায় তাদের মধ্যে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যদিও বিষয়টি আইনত দন্ডনীয়।' গোটা বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি এলাকায় এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হবে বলে তিনি জানান।