• শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :   শিলিগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে নিজের ছেলের হাতে খুন হল মা। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  মৃত মহিলার নাম কৌশল্যা মল্লিক, বয়স আনুমানিক ৫০ বছর। বড় ছেলে বিয়ে করে আলাদা থাকে। ছোট ছেলে অজয়ের সঙ্গেই থাকতেন মহিলা।

     মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ প্রধান নগর থানায় ফোন করেন অজয় মল্লিক।  তিনি নিজেই জানান, মা কৌশল্যা মল্লিককে শ্বাসরোধ করে খুন করেছেন। খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ বাড়িতে প্রবেশ করতেই দেখে ঘরের এক কোণে মৃত অবস্থায় পড়ে রয়েছে মহিলার দেহ। ঘরের আরেক কোন রয়েছে ছেলে অজয়। পুলিশ আসতেই এলাকায় জড়ো হতে শুরু করে এলাকাবাসীরা। খবর পেয়ে ছুটে আসেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক।

    কাউন্সিলর জানান, অজয়ের বাবা শিলিগুড়ি পুর নিগম অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বছর তিনেক আগে তার মৃত্যু হয়। তারপর থেকে অজয় বিভিন্ন কাজ করত। পাড়ায় পড়াশোনা জানা, ভাল ছেলে হিসেবেই পরিচিত। বস্তি এলাকায় বাড়ি হলেও অজয়ের কোন খারাপ সঙ্গ বা নেশা ছিলনা। এমন ভাল ছেলে কিনা করল নিজেই মাকেই খুন? অবাক সকলেই।

    পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে। খুনি ছেলে অজয় মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • Link to this news (আজকাল)